
aguner poroshmoni - aabir & pallavi lyrics
Loading...
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো দহন-দানে ॥
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো-
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ॥
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো-
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে ॥
Random Song Lyrics :
- saturne - boys & the b lyrics
- collided worlds - chloe hawkins lyrics
- move it - teddy robin & the playboys lyrics
- pick-up - ganger lyrics
- выше (upper) - kulish lyrics
- party - ufo361 lyrics
- m0r3 4nd m0r3 - urvn lyrics
- lo funky de la vida - 11to lyrics
- toughness - yellasoma lyrics
- hoetale - twynn lyrics