lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kolpona - achar (bd) lyrics

Loading...

একাকিত্ব, ভালোলাগা, নিঃসঙ্গতা
তবে একা থাকায় কী সার্থকতা?

মন না মানে, অভিমানে
কার পরশে আটক কল্পনা?
হোক না তবে, অনুভবে
তোমার অন্বেষণ

কত গল্প কল্পনা না বলার
কত গল্প কল্পনা না বলার

বিষণ্ণতা, ভালোবাসা, অদৃশ্য দেয়াল
তবে অবশ অনুভিতিতে কী সার্থকতা?

চোখ না দেখে, ত্বক না বুঝে
তোমার স্পর্শে আমার সান্ত্বনা
হোক না তবে, অনুভবে
তোমার অন্বেষণ

কত গল্প কল্পনা না বলার
কত গল্প কল্পনা না বলার

(কত গল্প কল্পনা )
শুধু শুধু শুধু কল্পনা
(কত গল্প কল্পনা )
শুধু শুধু শুধু কল্পনা
(কত গল্প কল্পনা )
শুধু শুধু শুধু কল্পনা
(কত গল্প কল্পনা )
শুধু শুধু শুধু কল্পনা
কত গল্প কল্পনা, না বলার

Random Song Lyrics :

Popular

Loading...