
ke tomake bashbe bhalo - adverb (bangladesh) lyrics
Loading...
কে তোমাকে
রাখবে ধরে অধরে?
অমন করে কে তোমায়
বুঝতে জানে?
কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো?
অমন করে কে শেখায়
বাঁচার মানে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
কতশত চোখের জল
গাঁট বাঁধা অভিযোগ অনল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে বাসবে ভালো?
Random Song Lyrics :
- nefret bu - velet lyrics
- möwe - erotik toy records lyrics
- fake friends - sin davis lyrics
- buzzin - amanda kate lyrics
- waltz for you - kevin ayers lyrics
- highs and lows - ezra lyrics
- jayrock freestyle - teezy 26 lyrics
- heart froze - pre kai ro lyrics
- gênesis - dio undead lyrics
- vvs (original version) - bigantdog (raps) lyrics