lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ke tomake bashbe bhalo - adverb (bangladesh) lyrics

Loading...

কে তোমাকে
রাখবে ধরে অধরে?
অমন করে কে তোমায়
বুঝতে জানে?

কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো?
অমন করে কে শেখায়
বাঁচার মানে?

আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?

কতশত চোখের জল
গাঁট বাঁধা অভিযোগ অনল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন

অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন

আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?

আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে বাসবে ভালো?

Random Song Lyrics :

Popular

Loading...