
ei shohor sharthopor - ahmed hasan sunny & shezan lyrics
[chorus: ahmed hasan sunny]
মানুষ ভাসিয়া যায় দুঃখের দিন
এ শহর বর্বর আর ক্ষমাহীন
রক্ত আর ঘাম প্রিয়তমার নাম
এ শহরে দাম নেই কোনো
[verse: shezan]
এই শহরের শখ বেইচ্চা ভাত জুটে
লাখ কামায় লাখ লুটে
দাঁত কামরায় লাথ সইয়া
জাত ছাড়া দাগ জুটে
যানজটে জান ছুটে
পায়ে মাথায় ঘাম ছুটে
জিন্দেগীর ভারে
জিন্দা লাশের খাতায় নাম উঠে
কেউ খুইটা পায় না খাইতে, কেউ দশ জনেরডা লুইটা যায়
চাকরি খুঁজতে জুতার লগে কিসমতের ছাল উইঠা যায়
কেউ কপাল থাবড়ায় জিদ্দে, কেউ কপাল পাড়ায় উইঠ্যা যায়
স্বার্থ শ্যাষে ছুইট্টা যায়, যার লগে তেমন জুইট্টা যায়
জবান বন হয়া যায় কথার ধারে
পাও পাড়ায় চলবি ডাইব্বা যাবি জুতার ভারে
সাদা চোখের যা দেহস সবই ওইডা না রে
যারে দেহাবি রাস্তা ওয় রাস্তায় নামায় ছাড়ে
ঘরের লাইগা বাঁচি আবার ঘরের লাইগা ফাঁস লই
মায়ের মুখে হাসি দেখলে শান্তির দুইটা শ্বাস লই
মুক্তির গান গাইয়া যাই তাও কিল্লিগ্গা দাস রই?
যে মরে অয় বাঁচে, আমরা বাইচ্চা থাইক্কা লাশ হই
[chorus: ahmed hasan sunny]
আগুন কাঁদিয়া যায় এই শহরে
হয় না ছুটি যদি শ্রমিক মরে
রাখে না মনে কেউ, কেউ রাখে না
নিজের রক্ত দিয়া লিখি বেদনা
রাখে না মনে কেউ, কেউ রাখে না
নিজের রক্ত দিয়া লিখি বেদনা
এই শহর খুব স্বার্থপর
[outro: shezan]
এই শহরের শখ বেইচ্চা ভাত জুটে
লাখ কামায় লাখ লুটে
দাঁত কামরায় লাথ সইয়া
জাত ছাড়া দাগ জুটে
যানজটে জান ছুটে
পায়ে মাথায় ঘাম ছুটে
জিন্দেগীর ভারে
জিন্দা লাশের খাতায় নাম উঠে
এই শহরের শখ বেইচ্চা ভাত জুটে
লাখ কামায় লাখ লুটে
দাঁত কামরায় লাথ সইয়া
জাত ছাড়া দাগ জুটে
যানজটে জান ছুটে
পায়ে মাথায় ঘাম ছুটে
জিন্দেগীর ভারে
জিন্দা লাশের খাতায় নাম উঠে
Random Song Lyrics :
- unikatowy artysta - rybky lyrics
- stay - sashathem lyrics
- bực anh - nhạc nhà quạ lyrics
- sahaba | سحابه - mousv lyrics
- chicas latinas - jades elinova lyrics
- if you want me - fever (thailand) lyrics
- those eyes - angel delgado lyrics
- body - takara lyrics
- some ppl fall - j. worra lyrics
- gwalat | جولات - moscow lyrics