
pother pathor - ahmed hasan sunny lyrics
Loading...
[verse 1]
বুকের ভেতর পাহাড় বাঁধো
পাখির পালক মনে
একটু না হয় পথ হারালে
নিজের প্রয়োজনে
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[verse 2]
মানুষ বাঁচে আশার কাছে
আছে পুরোটা পথ খোলা
সকল পথের পাথর তুলে
নিজের পথে চলা
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[instrumental]
[verse 3]
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
Random Song Lyrics :
- 미쳤었나봐 (i must have been crazy) - summer cake (썸머케익) lyrics
- my lungs - starflyer 59 lyrics
- karpad - קרפד - georgie dafuki - ג׳ורג׳י דפוקי lyrics
- on my own - j-script lyrics
- personne m’attends - ball lyrics
- ddos - ynwa100 lyrics
- hit em up - zntiujao lyrics
- time it takes - t4z lyrics
- guck no - us (rapper) lyrics
- 鬼ノ宴 (demons banquet) - raon (라온) lyrics