
akash pathio - ahsan al miraj lyrics
Loading...
ভীষণ আক্ষেপে যদি আকাশ নীলচে হয়
তুমি এসে রঙ্গিন করে দিও
এই রাতের আঁধারে উষ্ণ আলিঙ্গনে
প্রশ্নের দেয়াল ভেঙ্গে দিও
মেঘের শুন্যতা যদি তোমায় ছুঁয়ে যায়
তুমি আবার আকাশ পাঠিও
বলা না বলা শত কথার পাহাড়ে
জমে যায় ভিড়, অধীর নীলাকাশ
চাইলে তুমি সব বদলে নিতে পারো
শুন্য মরুর বুকে হালকা হিমেল বাতাস
মেঘের শুন্যতা যদি তোমায় ছুঁয়ে যায়
তুমি আবার আকাশ পাঠিও
ভীষণ আক্ষেপে যদি আকাশ নীলচে হয়
তুমি এসে রঙ্গিন করে দিও
এই রাতের আঁধারে উষ্ণ আলিঙ্গনে
প্রশ্নের দেয়াল ভেঙ্গে দিও
মেঘের শুন্যতা যদি তোমায় ছুঁয়ে যায়
তুমি আবার আকাশ পাঠিও
Random Song Lyrics :
- argo - umberto maria giardini lyrics
- all i want for christmas is you (2021 - various artists lyrics
- ебался (fucked) - nikitochkameow lyrics
- good to be alive - the steel bones lyrics
- đa tạ - hương lan & thanh phong lyrics
- molotov - mlody korden & brimstone (pl) lyrics
- vanidades - lilian moreno lyrics
- hash&cash - huubz lyrics
- aur'amorosa - giulio caccini lyrics
- snjóað í sporin - króli lyrics