lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

megh gur gur dine - ahsan al miraj lyrics

Loading...

মেঘ গুড় গুড় দিনে তোমায় বড্ড মনে পড়ে
ভর রোদেলা দিনে যদি হঠাত বৃষ্টি ঝড়ে
বেশ পুরোনো রুক্ষ পাতা প্রাণের কথা বলে
আর পুরোনো দেয়ালঘড়ি সময় খুজে চলে

ধানের শীষে অশ্রু মিশে মুক্তো আলো ছড়ায়
বৃদ্ধ হাতে উনুন সয়ে চাল পিঠে হয় সরায়।

ও রঙ ছুয়েছে কত মেঘে আজ কুড়োবার পালা
যাক ভুলে যাক কমতি যত আজ বাদলের বেলা
কৃষ্ণচুড়ায় থাক সাজানো বৃক্ষডালের চূড়া
আকাশচারী মনভোলা হোক ভুলতে বসুক ওড়া
বেশ নীলচে নোংরা টি*শার্ট রঙ খুঁজে পায় ফিরে
আটপাগলের বেশ ধরা কেউ আকাশ দেখে ধীরে।
সেই মেঘলা দিনে তোমায় বড্ড মনে পড়ে
ভর রোদেলা দিনে যদি হঠাত বৃষ্টি ঝড়ে।

ও একটু হেসো আকবো যখন টিপ কপালের মাঝে
মোমবাতির ওই আলো যেন সূর্য আঁধার মাঝে
শুভ্রপায়ে নূপুর গায়ে শীতল জলের ছোঁয়া
দূর পাহাড়ের গায়ে বুঝি বাষ্পরুপী ধোঁয়া
দোয়েল চড়ুই শিষ দিয়ে যায়, আয় বৃষ্টি ঝেপে
আয় বৃষ্টি চোখেতে তোর কাজল দেবো মেপে।
সেই মেঘলা দিনে তোমায় বড্ড মনে পড়ে
ভর রোদেলা দিনে যদি হঠাত বৃষ্টি ঝড়ে।
মেঘ গুড় গুড় দিনে তোমায় বড্ড মনে পড়ে
ভর রোদেলা দিনে যদি হঠাত বৃষ্টি ঝড়ে
বেশ পুরোনো রুক্ষ পাতা প্রাণের কথা বলে
আর পুরোনো দেয়ালঘড়ি সময় খুজে চলে

ধানের শীষে অশ্রু মিশে মুক্তো আলো ছড়ায়
বৃদ্ধ হাতে উনুন সয়ে চাল পিঠে হয় সরায়।

Random Song Lyrics :

Popular

Loading...