lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sopechi tomay pran - ahsan al miraj lyrics

Loading...

আল্লাহ তোমার দান
কত সুমহান
সঁপেছি তোমায় সঁপেছি এই প্রাণ।

তুমি মালিক রিজিকদাতা
তুমি গুনবান
তুমি প্রশান্তির অনুভূতি
কত মহীয়ান।

সঁপেছি তোমায় সঁপেছি এই প্রাণ।

তুমি সারা জগতে
মুশকিলে আসান
তোমার সুরের ধ্যানে আমার
জীবন অবসান।

সঁপেছি তোমায় সঁপেছি এই প্রাণ।

আল্লাহ তোমার দান
কত সুমহান
সঁপেছি তোমায় সঁপেছি এই প্রাণ।

Random Song Lyrics :

Popular

Loading...