
neel noyona - ajom khan lyrics
Loading...
,,,
ওগো নীল নয়না,
তোমার নীল নয়ন
কেড়েছে এ মন।
ওগো নীল নয়না,
তোমার নীল নয়নে
হারিয়েছে এ মন।।
স্বপ্ন তারার মত থাক কেন
তুমি দূরে দূরে?
তোমার জন্য কত ভালবাসা হৃদয় জুড়ে (২)
ওগো স্বপ্ন তারা
এসে দাও না ধরা…
সংগোপনে…
ওগো নীল নয়না
তোমার নীল নয়ন
কেড়েছে এ মন।
চলো দুজনে হারিয়ে যাব
দূর অজানায়।
রাঙাব দুটি মন
ভালবাসার নীল জোছনায় (২)।
ওগো নীল জোছনা
এসে দাও না ধরা.
সংগোপনে।
,,,
Random Song Lyrics :
- alive like a suicide - no connection lyrics
- přes propast času - törr lyrics
- niyet hiphop - tolga kahraman lyrics
- unbreaking - lil ricey lyrics
- es mejor decir adios - juan gabriel lyrics
- trapped - promoe lyrics
- 3azzy 3andou skimou - mr danger lyrics
- ohio - the presidents of the united states of america lyrics
- ghost in the machine - johari lyrics
- yad begir - putak lyrics