
chole gecho tate ki - akash lyrics
চলে গেছো তাতে কী
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
চলে গেছো তাতে কী
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না
শুভদৃষ্টির বিনিময়
হলে ভালোবাসা হয়
লোকে তারে ভালোবাসা কয়
আমি বলি ছলনা এই সবই যন্ত্রণা
এগুলো ভালোবাসা নয়
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলো না
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলো না
i wana say i love you
my love is only for you
i love you until i am alive
i wana say i love you
my love is only for you
i love you until i am alive
hey girl please don’t refuse me
accept my love seriously
request mine
hey girl please don’t refuse me
accept my love seriously
request mine
দিল কি ইস কোনে পার
রাহোঁ মে তুম আগার
ইস দিল মেঁ কিয়া হ্যাঁয় সোচো না
দিল কি ইস কোনে পার
রাহোঁ মে তুম আগার
ইস দিল মেঁ কিয়া হে সোচো না
আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস কো কেহতে হ্যাঁয় বোলো না
আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস কো কেহতে হ্যাঁয় বোলো না
এতক্ষণ যা শুনছিলেন
সব ছিলো আবেগের কথা
এখন বলছি বাস্তবতা
বেশি টাকার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়
টাকা পয়সা ফুরালে
মেয়েরা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়
মানুষ কেন ধোকা খায় বল না
লোকে আমারে শুধায়
মানুষ কেন ধোকা খায় বল না
বিয়া হইসে তাতে কী
হলুদে তো এসেছি
বসেছিলে মণ্ডপের কোণায়
চলে গেছো তাতে কী
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি
লোকে আমারে শুধায়
মানুষ কেন ছ্যাঁকা খায় বল না
লোকে আমারে শুধায়
মানুষ কেন ছ্যাঁকা খায় বল না
মরে গেছো তাতে কী
জানাজায় তো এসেছি
শুয়ে রবে কবরের কোণায়
লোকে আল্লাহরে শুধায়
মানুষ কেন মারা যায় বল না
স্পট আছে যতদিন
খেয়ে যাবো গাঞ্জা ততদিন
পরে রবো ভবের মূর্ছনায়
স্পট আছে যতদিন
খেয়ে যাবো গাঞ্জা ততদিন
পরে রবো ভবের মূর্ছনায়
লোকে আমারে শুধায়
মানুষ কেন গাঞ্জা খায় বলো না
লোকে আমারে শুধায়
মানুষ কেন গাঞ্জা খায়
এই কণ্ঠ যতদিন
গেয়ে যাব গান ততদিন
পরে থাকবো সুরের মূর্ছনায়
লোকে আমারে শুধায়
মানুষ কেন গান গায় বলো না
চলে গেছো তাতে কী
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
তুমি আছো হৃদয়ের আয়নায়
তুমি আছো হৃদয়ের আয়নায়
চলে গেছ তাতে কী
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরী
Random Song Lyrics :
- secret shoppers - kirby2cool! lyrics
- anymore - itzjust san lyrics
- pretty lies - adelai rose lyrics
- combustão - pelizari lyrics
- dead loli - indecent 88 lyrics
- galaxy under the porch house (freestyle) - chi chill lyrics
- unconditional love - devin t. moore lyrics
- check the score - summrs lyrics
- genghis khan - conner o'kane lyrics
- alucard abridged rap - daddyphatsnaps lyrics