
borbaad- from " rajkumar" - alif & shakib khan lyrics
[verse 1]
কার জন্য ভেতর মাঝে
ওলট*পালট লাগে
কেন রে আদর*আদর
বড্ড মায়া লাগে
কার জন্য ভেতরটাতে
আকাশ পাহাড় আবেগ
কার জন্য আনন্দটা
অভিমানী মেঘ
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[verse 2]
তার বুকে ভোরে কাটে দিন একাকার
কেবলই আমার সে, কেবলই আমার
ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি
তার বুকে ভোরে কাটে দিন একাকার
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[pre*chorus]
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
[chrous]
বোঝে না, বোঝে না মন, ব্যথা পাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
Random Song Lyrics :
- numb. - devilsaroundme & whitedevilmimi lyrics
- savior - bri fiji lyrics
- baby don't move - cruel youth lyrics
- такие времена (times like this) - лера маяк (lera mayak) lyrics
- parasocial - termina lyrics
- intro - ihab ys lyrics
- sal conmigo - erobro lyrics
- unutmamalı - mert hakan, dretnot, bayulken lyrics
- mason - kaedyn evans lyrics
- holder meg våken - tøyen holding lyrics