
mor priya hobe - aloke maity lyrics
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
Random Song Lyrics :
- cada 2x 3 - danman lyrics
- pertinho do coração - thiago grulha lyrics
- regresa a mí - myriam lyrics
- amanheceu - victor huna lyrics
- who are we - sub:om lyrics
- you - sean franco lyrics
- dance w me - jay kim lyrics
- glee! glee! glee! - glitter*green lyrics
- losing control - light of destiny lyrics
- crazy - thriller u lyrics