
shonar bangladesh - aly hasan lyrics
[chorus: aly hasan]
এই দেশে ভালা কইবেন কারে?
এখন সবার ভিতরে প্যাঁচ
তগো মোচ*দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
আমার সোনার বাংলাদেশ
আহা*হা…
আমগো এত সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেচ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলাদেশ
[verse 1: aly hasan]
ও নানা battery*র charge শেষ নাকি new পাগলের বেশ
দেশে খারাপ আবার কেডা যেডা সবাই তো দরবেশ
যত চিটার, বাটপার ভইরা গেছে সোনার বাংলাদেশ
ওমাগো মোচ*দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
বাঙাল নাই ঘরে, খাইবো বেশি, ভাঙ্গা ঘরে ঘুমায় বেশি
মার থিকা মাসি, দেশটায় রাজার সংখ্যাই বেশি
তাই সামনে দা’ না পিছ’দা জবাই করো তোমার খাসি
কারণ আপন আর দেশি এডি বাতি নিভায় বেশি
কাকি এখন তো আপাতত দৌড়ের উপরেই থাকি
হাতের তাউলায় ফুছকি মাইরা কার কেরুকুম রাসি
একটা সত্যি কথা চাচি আমরা দেইখা হাসি
আমগো জায়গায় অরা হইলে লইয়া লইতো ফাঁসি
[post*chorus: aly hasan]
ওগো, শোনো, শোনো দেশবাসী, ট্যাকা*পয়সার ফেরে আছি
রাইতে মশা, দিনে মাছি, এডি মাইরা বাইচ্চা আছি
শোনেন, শোনেন,দেশবাসী, ট্যাকা*পয়সার ফেরে আছি
রাইতে মশা, দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি
[chorus: aly hasan]
দেশে ভালা কইবেন কারে?
এখন সবার ভিতরে প্যাঁচ
তগো মোচ*দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
আমার সোনার বাংলাদেশ
আমগো এত সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেচ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলাদেশ
[verse 2: siam hawladar]
আমার সোনার বাংলাদেশ দেশটা আসলেই কড়া
নদীমাত্রিক দেশ আমগো প্রকৃতিতে ঘেরা
হ, সবুজে সেরা আমার সোনার বাংলাদেশ
এখন সত্যি কথা বলতে শুধু আপনি আমি খেচ
বাংলার ৮ টা বিভাগ আর ৬৪ জেলা
সবাই থাকে ব্যস্ত কে কারে দেখাইবো খেলা
তবে খেলার কত জ্বালা হেই জানে উপরওয়ালা
আর খেলা যদি unlegal হয়, না খেলাই ভালা
তাইলে দরকার কী করার আলগা প্রেম?
ফাও পিরিতে বদনাম বাড়ে, বাড়ে blame
আচ্ছা, তুমি দেশী আমি দেশি same to same
তগো দোহাই লাগে দেশটা লইয়া আর করিছ না game
হোন, কেউ আছে ভালো আবার কেউ আছে cheater
কেউ আসছে বাটপার আবার কেউ আছে teacher
এইডা মাইনা লইছি কম বেশি সবার মধ্যেই প্যাঁচ
অহন ভালো*মন্দ মিল্লা আমার সোনার বাংলাদেশ
[chorus: aly hasan]
দেশে ভালা কইবেন কারে?
এখন সবার ভিতরে প্যাঁচ
তগো মোচ*দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
আমার সোনার বাংলাদেশ
আহা*হা…
আমগো এত সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেচ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ
[outro]
আহা*হা…
আহা*হা…
Random Song Lyrics :
- miss me too - katherine li lyrics
- honest - ali gatie lyrics
- sweet nothing (piano remix) - taylor swift lyrics
- pretty women - peabo bryson lyrics
- chmury - szopdemaskuje lyrics
- rainbow - meghan trainor lyrics
- hardaway - slump6s lyrics
- metanopoli - roberto casanovi lyrics
- wijn - gavin reijnders lyrics
- balada aisyah - jozeph paul zhang lyrics