
ami chini go chini - amit kumar lyrics
Loading...
[chorus]
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
[verse 1]
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি হৃদি*মাঝারে
তোমায় দেখেছি হৃদি*মাঝারে
ওগো বিদেশিনী
[verse 2]
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
[verse 3]
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
[outro]
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
Random Song Lyrics :
- 100 insultos - gardennow lyrics
- brilhando no vale - beatriz silva lyrics
- volta pra mim - mc titinho lyrics
- detective de tu amor - zion y lennox lyrics
- nosso amor não vai ter fim - nsc lyrics
- mal de percussión - duo moviola lyrics
- flor destruída - zico e zeca lyrics
- confraternização - sofia cardoso lyrics
- tu és poderoso - davi sacer lyrics
- não mete essa - grupo sem querer lyrics