
o mon (from "ke tumi nandini") - amlaan feat. ishan mitra & trissha chatterjee lyrics
Loading...
শুনে যাই, শুধু শুনে যাই
আর দিন গুলো গুনে গুনে যাই।
বুনে যাই, কথা বুনে যাই
আর ভাবতে থাকি কবে তোকে শোনাই।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
ভুলে ভরা পৃথিবীটা
যেন তোর নামেতে সত্যি হয়
আমারও তো বেঁচে থাকা তোর জন্যে
যেমন মিথ্যে নয়।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
Random Song Lyrics :
- quem tá mandando é a mulherada - berenice azambuja lyrics
- não quero olhar pra trás - scarcéus lyrics
- deixa pra lá - leci brandão lyrics
- só pra contrariar / ô irene - fundo de quintal lyrics
- the troll hunter - wrath of ragnarok lyrics
- raçaman - natiruts lyrics
- falha humana - aldir blanc lyrics
- she likes rock 'n' roll - ac/dc lyrics
- hipocresia e orgulho - flor nativa lyrics
- o rei da garapa - flávio josé lyrics