
amar babar mukhe - andrew kishore lyrics
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
শিল্পীর ঘরে জন্ম
তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন
সংগী করেছি
জীবনে যত দু: খ
যত কস্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে
সব-ই ভুলেছি
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
বাবা যেন আজও স্বর্গে বসে
গাইছে সেই গান
যেই গান শুনে সপেছিল মা
বাবাকে মন ও প্রাণ
কোনোদিন এই কণ্ঠ
যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরণ এসে
আমাকেও নিয়ে যায়
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
Random Song Lyrics :
- 1a vez más - lil james 808 lyrics
- 5brazy - yeat lyrics
- buonanotte - pierdavide carone lyrics
- сво реп - skipidar lyrics
- cobre - ana milagros lyrics
- above and beyond - greater vision lyrics
- inosan - jeff prosper lyrics
- serena & venus - sky suzuya lyrics
- mikealstott - blvck svm & boldy james lyrics
- tua renta - guritan kabudul lyrics