
jodi abar (যদি আবার) - angel noor lyrics
Loading...
[verse 1]
মেঘলা দিন
তোমাকে ভেবে কেটে যায় রঙিন
ফেলে আসা ভালবাসা মলিন
তবুও মনে পড়ে যায়
চায়ের কাপ
তোর আমার যতো স্মৃতির চাপ
হিসেব মেলানো কঠিন
[chorus]
যদি আবার দেখা হয় তোমার*আমার
ভুলে যেও সব অভিমান
ছিলো যতো ঋণ
আছি আজও ,আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো
আমি দিশাহীন
[instrumental break]
[verse 2]
আমার মন খারাপের সুর
মিশে গেছে যত দুর
তুমি শুনতে কি পাও ,এই গান?
যাক না দিন এমন, তোমাকে ভেবে ভেবে
হয়ে যাক আজই প্রতীক্ষার অবসান
[pre*chorus]
লুকিয়ে থাক, শীতের কুয়াশায় ভেজা দু’চোখ
মুছে যাওয়া যতো গল্প আজ
প্রেম হয়ে ফিরে যাক
আড়াল হোক জমিয়ে রাখা যত কষ্ট সব
শিশির হয়ে ঝড়ে যাক
[chorus]
যদি আবার দেখা হয় তোমার*আমার
মনে করো সেই মন ভাঙা গল্প*গান
আছি আজও আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো
আমি দিশাহীন
Random Song Lyrics :
- einmal um die welt (marlon & stroh remix) - stroh lyrics
- bouquet of barbed wire - the bullitts lyrics
- volvio una noche - pedro guerra lyrics
- change - hercules & love affair lyrics
- vai via - näiif lyrics
- pompeii - madilyn bailey lyrics
- higher medley - queen latifah lyrics
- straps - chief keef lyrics
- heart attack - elin ruth lyrics
- stupify - live at the riviera - disturbed lyrics