
chupi chupi bolo keo jene jabe - anima d. kosta lyrics
Loading...
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই একসাথে
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কি গো তোমার
কেউ দেখবে যে
ক্ষতি কি তাতে
কেউ জানবে যে
জানে জানবে সে
না হয় ঘুম রবে না আঁখিপাতে
যদি তুমি আমি রই একসাথে
কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সব এলোমেলো
অবুঝ মনা
কিছু বোঝ না
কথা মানো না
রাখো ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই একসাথে…
Random Song Lyrics :
- take you home (edit) - dido lyrics
- icare - le clown triste lyrics
- передай мне (give me)* - gone.fludd lyrics
- ama gear - dlala thukzin lyrics
- сироп (syrup) - apex.yota lyrics
- qara uzun saçlar - elçin cəfərov lyrics
- ik bouw een huis - jet van der steen lyrics
- no way freestyle - victorband$ lyrics
- made 4 dis - alex jean lyrics
- tu - jei alee lyrics