
chader alo - ankur mahamud lyrics
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
চিলেকোঠার জানালায় বসে আছো কেন বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো
চিলেকোঠার জানালায় কেন বসে আছো বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো
অলস দুপুর সন্ধ্যে বেলা আমায় তুমি দেখো
ইচ্ছে করে দুষ্টমিটা চোখের কোণে রেখো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
Random Song Lyrics :
- circles - kastle lyrics
- no vuelvas mas - william luna lyrics
- rhymes like - product h lyrics
- the reintroduction - coultrain lyrics
- how do you heal a broken heart - the drifters lyrics
- rimjob - blue virus lyrics
- superstar - a. g. cook lyrics
- ping pong - shady ritz lyrics
- prémices 2021 - flex blur lyrics
- too late - lisa scinta lyrics