
kare dekhabo - annie lyrics
Loading...
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কার ফলন্ত গাছ উখারিলাম
কারে পুত্র শোকে গালি দিলাম গো,
না জানি কোন অভিশাপে
এমন গেল হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
Random Song Lyrics :
- made man - b.g. (baby gangsta) lyrics
- bep empire - the black eyed peas lyrics
- beat down yo trap - lil esco lyrics
- queens die proudly - juliette commagere lyrics
- tapetser meg i gangen før du går - delillos lyrics
- feel the way - i know the chief lyrics
- mit dem moped nach madrid - madsen lyrics
- as you can see - $ean $homojo lyrics
- fiji - j.ryte lyrics
- los ángeles - ms. nina lyrics