
mondo hotona - antu dash lyrics
[verse 1]
টুপ*টাপ ধোঁয়া
সাথে তোর হাত ছোঁয়া
কপালে চুমু আঁকা
গন্তব্যের শরীরে
সব আলপনা ভালো
ভুল*ত্রুটি নিয়ে বাঁচা
[pre*chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
[instrumental break]
[verse 2]
আড়ি পেতে থাকে পিছুটান
আড়ি পেতে থাকে পিছুটান
কোথায় হারায় বন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
[pre*chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
Random Song Lyrics :
- ayez awsal - عايز أوصل - maryam saleh - مريم صالح lyrics
- sportin' life - chris smither lyrics
- voltaje - vishoko & alonsso emilio lyrics
- untitled.mp3 - theprillipaps lyrics
- next stage! - 純情のアフィリア (junjou no afilia) lyrics
- that smile - ryan laird lyrics
- you just dont get it - lunchbox lyrics
- 8 - mikebeast lyrics
- заболела (zabolela) - acid bomb lyrics
- that's what you say (everytime you're near me) - gloria scott lyrics