lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hey gobindo rakho charne - anup jalota lyrics

Loading...

হে গোবিন্দ রাখ চরণে
হে গোবিন্দ রাখ চরণে

মোরা তব চরণে শরণাগত
তব চরণে শরণাগত
আশ্রয় দাও আশ্রিত জনে
হে গোবিন্দ রাখ চরণে

গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুঃখ পাই সে চরণ চেয়ে
গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুঃখ পাই সে চরণ চেয়ে

এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি
চাহ করুণা সিক্ত নয়নে
রাখ চরণে
হে গোবিন্দ রাখ চরণে

ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমার দুয়ারে হাত পাতিল যে
ফিরাবে কি ফিরাবে কি তুমি তায়
ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমার দুয়ারে হাত পাতিল যে
ফিরাবে কি ফিরাবে কি তুমি তায়
তব চরণে ধরিয়া ডুবে মরি যদি
রবে কলংক ধ্রুবনীল
রাখ চরণে
হে গোবিন্দ রাখ চরণে
মোরা তব চরণে শরণাগত
তব চরণে শরণাগত
আশ্রয় দাও আশ্রিত জনে
হে গোবিন্দ রাখ চরণে
হে গোবিন্দ রাখ চরণে

Random Song Lyrics :

Popular

Loading...