
bhalobasi bhalobasi - anupam ray & subhamita lyrics
Loading...
ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই।
ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে বেড়াই।
ভালোবাসি ভালোবাসি।
অকারণে ডাকা
লুকিয়ে তোমাকে দেখা।
উদাসী এ মনে
ও লাজুক নয়নে
স্বপ্নে ভেসে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।
পাশাপাশি চলা
চুপ কথা কিছু বলা
হৃদয়ের বাঁধনে
এ প্রথম ফাগুনে
কি কথা রেখে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি…।
Random Song Lyrics :
- medallón - j-1 (cba) lyrics
- won the girl - reuben whetten lyrics
- chaos - moonchild lyrics
- confidant - i dreamt the sea lyrics
- mi cama también te xtraña - aly (mx) lyrics
- дисней (disney) - o.cloque lyrics
- sore - acidman lyrics
- siren - ashley monroe lyrics
- fashionista - folly group lyrics
- selfish - ovrwrld lyrics