
basanto eshe geche (male version) - anupam roy lyrics
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবানী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ , বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়
কোকিলের কুহু তান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে
আমার কাছে, বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
Random Song Lyrics :
- get up and do it - patto lyrics
- from the ashes - ad infinitum (che) lyrics
- trader joe - digitalbyretro lyrics
- das kamehameha (dragonball) - hero of the seven lyrics
- ころころガール (korokoro girl) - ilife! lyrics
- 4d (live) - northlane lyrics
- tsutomu miyazaki - jakprogresso lyrics
- entablado - noah alejandre lyrics
- ball too hard - worstbled lyrics
- get to the gone - tommy wit da tone lyrics