
boba tunnel - anupam roy lyrics
ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে
সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে
তার রঙ লেগে আছে
অবুঝের পেন্সিল
ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে
সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে
তার রঙ লেগে আছে
অবুঝের পেন্সিল
ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে
যা চেয়েছো দিতে আমি পারি না
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না
যদি কোনোদিন তুমি দু’হাত দিয়ে ঝিনুক কোড়াও
নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়
কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি?
মাঝ রাতে আমি তোমার কথা বলবো কাকে?
হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে
সাড়া দিতে এত দেরী হয়ে গেলো বলে
জন্ম মৃত্যু ভেঙে
ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো
আমি জেগে আছি, এসো
প্রতি চুম্বনে স্থির
কখনো নাগরদোলা ওলটে*পালটে সবই
আমাদের ছিঁড়ে খেলো জোনাকি
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না
যদি কোনোদিন তুমি দু’হাত দিয়ে ঝিনুক কোড়াও
নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়
কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি?
মাঝ রাতে আমি তোমার কথা বলবো কাকে?
যদি কোনোদিন তুমি দু’হাত দিয়ে ঝিনুক কোড়াও
নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়
কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি?
মাঝ রাতে আমি তোমার কথা বলবো কাকে?
Random Song Lyrics :
- remix - young boss lyrics
- стеклянная (glass) - guma lyrics
- o outro lado do espelho - miseryswin lyrics
- machine gun - the coneheads lyrics
- ok! - kemoniy lyrics
- next gen - vv$ vellaire lyrics
- tarde gris - los acosta lyrics
- pretty rave gf - m1v lyrics
- sauce it up (lil uzi vert x hatsune miku remix) - nathaniel (producer) lyrics
- la haine - baskiat lyrics