
gharkuno ghash - anupam roy lyrics
Loading...
মুখ বদল, ভাঙা আড্ডার জমছে হিম
আর এই ঠান্ডা ঘর, এ ভালুক জ্বর
ডাকছে আবার খেলবি চল
যথারীতি এই সন্ধ্যে কাক
ডানা মোছে ক্লান্ত দিন, মৃত্যুহীন
পড়ে থাক অবাক
কেউ চায় না দলছুট শূন্য হোক
এই বাস্তব সব্বাই আঁকড়ে থাক
রঙ চাইছে, আয় তাই মাখবো রঙ
যেখানে…
ঘরকুনো ঘাসের রঙ
রোদমুঠো রুমালের রঙ
জল সবুজ জানে, আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন
বন্ধুরা জড়ো হয়ে থাকে আলাদা
দূরদেশে চিঠি আসে, অবকাশে
আড্ডা মানে বদলে যায়
longitude*এর তফাতে
তাও এই ক্যামেরা রাত, তোর শান্ত হাত
দেখা তোর সাথে
কেউ চায় না দলছুট শূন্য হোক
এই পিছুটান সব্বাই আঁকড়ে থাক
রঙ চাইছে, আয় তাই মাখবো রঙ
যেখানে…
ঘরকুনো ঘাসের রঙ
রোদমুঠো রুমালের রঙ
জল সবুজ জানে, আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন
ঘরকুনো ঘাসের রঙ
রোদমুঠো রুমালের রঙ
জল সবুজ জানে, আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন
Random Song Lyrics :
- yung seal - lil blair lyrics
- caramel - prudence (aus) lyrics
- a girl i used to know - jessica chastain & michael shannon lyrics
- hell w (lifeline) - brokenpanorama lyrics
- unlock - 井口裕香 (yuka iguchi) lyrics
- answers - que hitta lyrics
- favorite - foreign inti lyrics
- serpentine - kaden rice lyrics
- svglchs - kn amg lyrics
- subliminal - man with a mission lyrics