
jato dure jabe chhokh - anupam roy lyrics
যত দূরে যাবে চোখ তুমি ছাড়া
কিচ্ছু নেই কেউ কোথাও
নোনা জলে ডুবে আছে গোটা পাড়া
সাবধানে দুঃখ দাও ।
থাক পাথর মন বোঝাই
দূর থেকেই হাত পাঠাই
জুড়ে যেতে চাই
যত দূরে যাবে চোখ তুমি ছাড়া
কিচ্ছু নেই কেউ কোথাও
নোনা জলে ডুবে আছে গোটা পাড়া
সাবধানে দুঃখ দাও ।
থাক পাথর মন বোঝাই
দূর থেকেই হাত পাঠাই
জুড়ে যেতে চাই
ঠোঁট ফাটা চোরকাঁটা নোনতা বিষ ।
জলছবি বান্ধবী নেইল-পালিশ ।
ঠোঁট ফাটা চোরকাঁটা নোনতা বিষ ।
জলছবি বান্ধবী নেইল-পালিশ ।
হাওয়া দিল যেন সারা পৃথিবীতেই পাঁচটা বাজে
নেভা আলো কোলকাতা সন্ধ্যা নেমেছে তাজে ।
হাওয়া দিল যেন সারা পৃথিবীতেই পাঁচটা বাজে
নেভা আলো কোলকাতা সন্ধ্যা নেমেছে তাজে ।
মুখচোরা শাহ্জাহান জুড়তে চায় ভাঙা গান
সেলো টেপে টা
ব্ল্যাকবেরি খুবদেরি রোজ নালিশ ।
কাঁচ ভাঙা মাছ রাঙা ঠিক থাকিস ।
ব্ল্যাকবেরি খুবদেরি রোজ নালিশ ।
কাঁচ ভাঙা মাছ রাঙা ঠিক থাকিস ।
তবু কিছু দূরে যাওয়া পিছু ফিরে দেখতে মানা ।
জুরে যাওয়া কাহিনীরা একে একে মেলবে ডানা ।
তবু কিছু দূরে যাওয়া পিছু ফিরে দেখতে মানা ।
জুরে যাওয়া কাহিনীরা একে একে মেলবে ডানা ।
জুড়তে চায় দশ আঙ্গুল
যাও তফাৎ মিথ্যে ভুল!
শোন ডাক মাশুল
হাত রুটি হাফ ছুটি চিংড়ী ফিস
ব্যান্ড পার্টি বরশাতি পাশবালিশ ।
হাত রুটি হাফ ছুটি চিংড়ী ফিস
ব্যান্ড পার্টি বরশাতি পাশবালিশ ।
হাত রুটি হাফ ছুটি চিংড়ী ফিস
ব্যান্ড পার্টি বরশাতি পাশবালিশ ।
Random Song Lyrics :
- como assim pre - torya lyrics
- halloween virus - dankint lyrics
- hot box - $mokingaz lyrics
- swingamajig - the electric swing circus lyrics
- robot love - maryjessie lyrics
- gta vice city - brokensinner lyrics
- bwick - polo perks lyrics
- 80s japanese drifts 808s, part ii - frxznn lyrics
- jazida mental - lil thy lyrics
- fermiers fumiers - charlesbourgeoisie lyrics