
mon bhalo nei (from "shaheb bibi golaam") - anupam roy lyrics
কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলা সব অচল
কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলা সব অচল
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, আমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
খবর আসে বারো মাসে
তের ভাবে ছোঁয়া যায়
বেচে ওঠে সেই সকালে
গাছের পাতা ভরসা পায়
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, তোমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, তোমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
সমাপ্ত
Random Song Lyrics :
- somos dos (feat. marqués) - alvaro rod lyrics
- alright - najee janey lyrics
- 橙ゲノム (orange genome) - 初音ミク (hatsune miku) lyrics
- ave maría & de culto - hadrian lyrics
- mermaid stripper - rhea key 1024 lyrics
- pocket - louie zong lyrics
- génies en herbe - koriass & fouki lyrics
- skulle bare ta én (pulp fiction 2020) - heux lyrics
- broken down limousine - the ready aim fire! lyrics
- blast - egbezi lyrics