
sobai chaay chuti - anupam roy lyrics
সবাই চায় ছুটি, ঘরে ফেরা ঘুটি
সবাই চায় সাগরমুখী জানলা
সবই যায় কেনা, হাজার কোটি সেনা
তাও যুদ্ধ জেতা যায় না
এরোপ্লেনে চড়ে ঘুম যাচ্ছে উড়ে
চেয়ার পেতে বসি এসো বারান্দাতে
ফুরিয়ে যাক পুঁজি
এমন জায়গা খুঁজি
যা একদম ম্যাপের বাইরে
অমরত্বের ফর্মুলাটা কি?
প্রায় সবাই জানতে চায়
নতুন আলোর সন্ধানে সবাই
শুধু ছুটে চলে যায়
দিন কাটে সব ভুলভাল ধারণায়
গন্তব্যহীন বিষণ্ণতায়
সবাই চায় ছুটি, ঘরে ফেরা ঘুটি
বাতিল ভেবে কেউ রাখে না খোঁজ
লেগে ধুলো সারা গায়
উড়বে বলে ডানা মোছে রোজ
তবু আটকে থেকে যায়
দিন কাটে রোববারের অপেক্ষায়
একঘেয়ে বিজ্ঞাপন বিষণ্ণতায়
সবাই চায় ছুটি, ঘরে ফেরা ঘুটি
সবাই চায় সাগর মুখী জানলা
সবই যায় কেনা, হাজার কোটি সেনা
তাও যুদ্ধ জেতা যায় না
এরোপ্লেনে চড়ে ঘুম যাচ্ছে উড়ে
চেয়ার পেতে বসি এসো বারান্দাতে
ফুরিয়ে যাক পুঁজি
এমন জায়গা খুজি
যা একদম ম্যাপের বাইরে
Random Song Lyrics :
- 8th of march - fr€€ trill lyrics
- adh3s1ves - indigoendo lyrics
- elf the musical - amy spanger lyrics
- wetterfrau - fettes brot lyrics
- supervillain - frank carter & the rattlesnakes lyrics
- deja vu - aroe wans lyrics
- infection 3 - aveyro ave lyrics
- de onde eu vim (unplugged) - dengaz lyrics
- worly daily - secch lyrics
- du kennst mich - beto lyrics