
tai soi - anupam roy lyrics
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
আঁনাচে কাঁনাচে এখনো তোমার গন্ধ
তার শোনে ফাঁকা কাটেনি এখনো ছন্দ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
শহরে বাজারে শতকে হাজারে শূন্য
জমা কথার ভারে মনে মনে অল্প ক্ষুণ্ণ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
Random Song Lyrics :
- love is like magic - sabrina lyrics
- una pulga por aquí - tu rockcito lyrics
- secret life - fred again.. & brian eno lyrics
- bloods - mike11 lyrics
- 黄昏時グッドスメル (tasogaredoki good smell) - summer snowman lyrics
- loose talking - since99 lyrics
- volunteered - the antlers lyrics
- amor latino - ágata (pt) lyrics
- 너랑 나 (날쌘돌이 생쥐 제리) [you & i] - kei (lovelyz) lyrics
- picadas - rei lyrics