
onubhuti - arbovirus lyrics
Loading...
মিথ্যে এ গল্পের ভীড়ে
আমার ফেরা আপন নীড়ে
তুমি ভুল বোঝাও আমায়
ফিরে যাও নিয়ে যা ছিল সব
অনুভূতি করো কি অনুভব?
খুব ভোরে, কুয়াশা ঘেরা শহরে
রাজপথের আড়ালে হারালে
মনে পড়ে আজও মনের ভুলে
তোমাতে হারাই
হারিয়ে যাও, যত দূরে যাও
ভেঙো দূরত্বের সীমানা
মানুষ আমি, আমারই মতো
শুধু জানি কেউ কারো নয়
অভিমান আর অভিনয়
মুখোমুখি হতে যত ভয়
Random Song Lyrics :
- turn yourself a child - pedro ninja lyrics
- dad - tarroxx2 lyrics
- j’aurais tapé des skins - la fève lyrics
- gosto de ti (live) - david carreira lyrics
- sometimes words are hard - novely lyrics
- truth - kyol lyrics
- rikki tikki - graystone lyrics
- я улетел (i flew away) - sputnik waves lyrics
- uh huh - jorjiana lyrics
- nuisance - garett caramel lyrics