
bhera - arekta rock band lyrics
[verse 1]
বেকুব শালা
হাসতে হাসতে বলে উঠি
একা বসে
নিজের মনে
কূটচাল নাকি কূটনীতি
ধার তোলায় স্বজনপ্রীতি
পুকুর না আজ সাগর চুরি
করতে পারি, শালা তুই কোন চ্যাটের বাল
বাজারে আগুন নেভাবে কে?
আগুন ছড়িয়ে যাক
দাবানল
জলোচ্ছ্বাসে ভাসুক
আমি কাটি সাঁতার
পাশবিক hallucination
[chorus]
ধ্বংসযজ্ঞ
রঙ্গমঞ্চ
জ্বলে*পুড়ে হোক সব ছারখার
গণতন্ত্র বিকলাঙ্গ
দেশটা ছিঁড়ে দু’ভাগ কর
মাথামোটা বুদ্ধিহীনতা
নেকড়ের হাতে ভেড়ার পাল
অদ্ভুত এই রাতের শেষ কোথায়?
[verse 2]
ধর্মের কল বাতাসে নড়ে
কাঠি নাড়ে অন্য কেউ
সংস্কারের সৎকার আর
আমি বলি “f*ck you”
এসেছে ফাগুন দ্বিগুণ হবো কবে
শীতের প্রকোপ পেরোয় না
বিপ্লব বেহাত হীরক রাজার দেশে
পাগলের প্রলাপ শেষ হয় না
[chorus]
ধ্বংসযজ্ঞ
রঙ্গমঞ্চ
জ্বলে*পুড়ে হোক সব ছারখার
গণতন্ত্র বিকলাঙ্গ
দেশটা ছিঁড়ে দু’ভাগ কর
মাথামোটা বুদ্ধিহীনতা
নেকড়ের হাতে ভেড়ার পাল
অদ্ভুত এই রাতের শেষ কোথায়?
[outro]
মনে পড়ে নিষ্পাপ শৈশবের
পথ হারিয়ে আজ কোন নরকে
মুক্তি নাই, খালি বাঁচতে চাই
Random Song Lyrics :
- get down - sunday at noon lyrics
- reminisce - benny mikala lyrics
- aw shit - city morgue lyrics
- birdsweare(prod. madbeats) - notoriousflowsa lyrics
- all this time - not on tour lyrics
- hello - bsw lyrics
- save our souls - steve laurie lyrics
- flay - novo amor lyrics
- hurt - hawthorne heights lyrics
- the christmas song - the monkees lyrics