
ke ami - arekta rock band lyrics
Loading...
[verse 1]
রাত পোহায়
সাজানো শয্যা
এখন আঁধারে
আড়মোড়া ভেঙে তাকাই
স্বপ্নের দিকে
[pre*chorus]
হিসেবের খাতা খোলা
কী পাই, কী যে হারাই
প্রশ্ন করি অজানায়
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা
[instrumental]
[verse 2]
দিন গড়ায়
খরস্রোতা
গতিময়তা
নির্বাসিত একা
স্বেচ্ছায় মেনে চলি
[pre*chorus]
শৃঙ্খলিত মূহুর্তের খাতা খোলা
কী পাই, কী যে হারাই
অজানায়
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা
[instrumental]
[chorus]
কে আমি?
কে আমি?
কে আমি? কে?
[instrumental]
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা
[chorus]
কে আমি?
কে আমি? কে?
কে আমি?
Random Song Lyrics :
- voetstuk staan - radio edit - acda en de munnik lyrics
- sign of the witch - orchid (metal) lyrics
- to you - dickpunks lyrics
- briciola skinhead - l'officina della camomilla lyrics
- give up the funk - funk it lyrics
- back 2 basics - sway uk lyrics
- postcard #13 - jens lekman lyrics
- keep it going - pjee lyrics
- dis moi qu'on s'aime - cerna lyrics
- ne istiyor (1. cemre) - dr.fuchs lyrics