
ojana - arekta rock band lyrics
Loading...
[verse*1: arekta rock band, xefer]
বিস্ময়ের উপহারে
টেনে নেই তোমায়
অচেনা শহরে
অচেনা কোণায়
[pre*chorus: arekta rock band]
ডুবসাঁতারে, ঘূর্ণিঝড়ে
নোঙর যেন যায় ছিঁড়ে
খোলা সাগরে স্রোতে ভাসালে
বিলীন যে আমি এই অস্তিত্বে
[chorus: arekta rock band, xefer]
খোলা আকাশে
উষ্ণ কাননে
তোমার ছায়ায় মগ্ন হই
কখনও কি ফিরে পাব সেই
অযাচিত আবেগ
[verse*2: xefer]
যদি চাও মনে রাখবো না
দূরে রেখেও সব প্রেরণা
নিয়ে যেও আমার
স্মৃতিগুলো সাথে
যাও চলে
[bridge: xefer]
এই, এই, জানি মোহগুলো কেটে যাবে
এই, এই, কেনবা এসেছিলে পাশে
অস্থিরতার মায়াজালে
আকাঙ্ক্ষা সেই একই দোষে
[chorus: arekta rock band, xefer]
খোলা আকাশে, উষ্ণ কাননে
তোমার ছায়ায় মগ্ন হই
কখনও কি ফিরে পাব সেই
অযাচিত আবেগ
[instrumental outro]
Random Song Lyrics :
- the venom to my raccoon (home & home part 2) - raccoon venom lyrics
- jokainen hetki on väärin - happoradio lyrics
- why am i like this? - orla gartland lyrics
- balling - young diamond lyrics
- rakettiryhmä - melo (fin) lyrics
- call me (ft. jack savoretti) - imelda may lyrics
- fundamental principles - gregory salmela project lyrics
- bust down - kodie shane lyrics
- limonata - demo version - calcutta lyrics
- unikat - xhani lyrics