
tomar haat dhore ami aj bhorer opekkhay - arekta rock band lyrics
[verse 1]
যদি বলি হারাতে চাই
লোকালয়ে লুকানো ছায়ায়
তুমি কি হাত বাড়িয়ে দেবে?
খুঁজে পাবে না কেউ তোমায়
আলো*আঁধারে চলো মিশে যাই
মুক্তি সব বিকল নিয়ম থেকে
[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
চলো আজ হারাই
[instrumental]
[verse 2]
কতবার শুনেছি কত
নিষেধ সব রঙগুলো
দুর্নিবার তবুও ইচ্ছা
বাঁধ ভেঙে দাও, জোয়ার আনাই
বন্যার জলে আজ সব ভাসাই
পারি দেবো এই সাগর ভেলায়
[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…
[guitar solo]
[bridge]
সকালের মিষ্টি রোদে
দুটো গান, বাজে একই সুরে
[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…
[outro]
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
Random Song Lyrics :
- espresso - sabrina carpenter lyrics
- vs1 - 1up tee lyrics
- nunca me hables de amor - felix marroc lyrics
- зима (winter) - one sunny day in syberia lyrics
- moon dancer - bettina russell lyrics
- lose you - saga icey lyrics
- same mistake - destin conrad lyrics
- fucking nothing - fulcrum lyrics
- 我想和你一起 (i want to be with you) - 溫蒂漫步 wendy wander lyrics
- 2024 freestyle - kepha (killa) lyrics