
upashona - arekta rock band lyrics
Loading...
[chorus]
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আমার…
[verse 1]
ক্ষমা করো
আমার ক্লান্তিগুলো
খুঁজি শেষ কবিতা
সাজা যত দিতে চাও দিতে পারো
দরকার নেই বিচার
[pre*chorus]
বিদ্রোহ ঘোষণার
প্রার্থনা জানাই
যদি চাও তুমি
মানা করে দিও
চাইনা তো বিচার
[chorus]
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
[guitar solo]
[verse 2]
ভেঙেচুরে যাক (ভেঙেচুরে যাক)
পুরনো বিশ্বাস
তীর্থ আজ গত
বিদায় সবাই
আরাধনা আজ আমার সমর্পিত
[pre*chorus]
বিদ্রোহ ঘোষণার
প্রার্থনা জানাই
যদি চাও তুমি
মানা করে দিও
চাইনা তো বিচার
[chorus]
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আমার…
Random Song Lyrics :
- to be a christian - jonathan pierce (singer) lyrics
- chaad, pensa, para - chaad lyrics
- nizbrdo pravo - kralj čačka lyrics
- two2tango - kns (kvilan and swaize) lyrics
- hit the road jack - tic tac toe lyrics
- victor - rano lyrics
- no saving me - philmon lee lyrics
- segundo o seu poder - juninho sena lyrics
- till we meet again - the mills brothers lyrics
- nadzieja - nürnberg lyrics