
কেউ জানে না (keu jaane naa) - arijit singh lyrics
[intro]
পাগল হয়ে আছি তোরই কারণ
সাথে করে এনেছি নে এই মন
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়
[chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
[verse 1]
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলী এ সময়
[chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
[verse 2]
একলা ছিলো মন ধুসর এতো দিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙিন
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন
[chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
Random Song Lyrics :
- upon the fallen worlds - horrocious lyrics
- jornada - som do reino feat. sangue e cruz & alessandro vilas boas lyrics
- waves of gold - hayden james & azteck lyrics
- metalblade freestyle - metal carter lyrics
- neo noir - zilla rocca lyrics
- fire n' shit - dan and drum lyrics
- qucaqla - badclause music lyrics
- second wind - healy lyrics
- necktie - sinkhole city lyrics
- arizona - new london fire lyrics