
sharatadin (সারাটাদিন) - arijit singh lyrics
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
আকাশ হারায় যেখানে
ও তোমায় ছোঁবো সেখানে
ও ভালোবাসো এখনি
হো… পরে কি হয় কে জানে
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙিন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
ভালো লাগা সারাক্ষণ
ও জানি না তার কি কারণ
হা ভেসেছি স্বপ্নে আমি
ও তোমাকে পেয়েছে মন
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকেই শোনাই
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
Random Song Lyrics :
- fairy - kill stacy lyrics
- 15 minutes - laces lyrics
- spirit n d n - slaashmad lyrics
- 52 cypher* - 52 lyrics
- tiro, porrada e bomba - mc neguinho do kaxeta lyrics
- abuse, toxicity, love. etc. - гадость (gadost`) lyrics
- última vez - maria casal lyrics
- free mcpaul (feat. ozone815) - mcpaul brou lyrics
- shot-uri* - aice (rou) lyrics
- na druhý deň ráno - pavol hammel & prúdy lyrics