
thik emon ebhabe - arijit singh lyrics
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
তোরই মতো কোনও একটা কেউ
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়
তোরই মতো কোনও একটা ঢেউ
ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ
দিনেতে আমার দুপুরে আমার
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
Random Song Lyrics :
- brum brum - lírico en la casa lyrics
- que quieres de mi (comentario) - luis fonsi lyrics
- y'all my ni**as - nas lyrics
- christmas in downtown la - far east movement lyrics
- jetzt und hier - disarstar lyrics
- masterpiece - mc jin lyrics
- ich versteh nur bahnhof - money boy lyrics
- face down - dayxiv lyrics
- seaside denied - sonic paradox lyrics
- we'll never fall - shoot the girl first lyrics