
ektuku choya lage - arindam lyrics
Loading...
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে
কিছু পলাশের নেশা
কিছু বা চাপায় নেশা
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায় রে দূরে
ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুণে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
news you might be interested in
Random Song Lyrics :
- chill on cold - doug macleod lyrics
- bodiez - lil zuomey lyrics
- vivo de fiesta - el dipy lyrics
- give me a knife - tara dikov lyrics
- weird shadows - to be anything... lyrics
- she boogy'n - doug macleod lyrics
- my depression - king vadi lyrics
- macho! - xanakin skywok lyrics
- weitergehen - kaveli lyrics
- toro - hip hop pantsula lyrics