
chailey - arindom chatterjee lyrics
Loading...
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
আয় হঠাৎ এক ফালি মেঘ হয়ে
আয় হঠাৎ ছলকানো আবেগ হয়ে
তোর কাছে বলবো সব
আয় না তুই শুরু আমার শেষ হয়ে
হে হে হে
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
তোর নামে শান্তি পায় মন আমার
তোর সাথে থাকতে চায় দিন আমার
তোর হাতে লাল গোলাপ
হয় কারন
সব আরাম
সব ব্যাথার
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
Random Song Lyrics :
- зажигалки (lighters) - егор крид (egor kreed) lyrics
- anestesia della realtà pt. 2 - stokka & madbuddy lyrics
- witch hunt - tarja lyrics
- all is well - young city bandit lyrics
- αλήθεια (truth) - toquel lyrics
- voicemail (intro) - mandisa lyrics
- deszcz - lso lyrics
- fear our sound - nōcrew lyrics
- mia ola-foreign friend - m.i.a. lyrics
- alive (feat. anya marina) - fancy feelings lyrics