
megh boleche jabo jabo - arindom lyrics
Loading...
মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,
সাগর বলে ‘কূল মিলেছে– আমি তো আর নাই’ ॥
দুঃখ বলে ‘রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে’,
আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’ ॥
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে’,
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’ ॥
Random Song Lyrics :
- denim boy - caroline smith & the good night sleeps lyrics
- madcowpark! - scaglia lyrics
- breathe again - the statesmen lyrics
- te la voy a recordar - paquita la del barrio lyrics
- hear you breathing - vocal - stuart reid lyrics
- tread lightly - chris webby lyrics
- nella bocca della tigre - mondo marcio lyrics
- suelta - nancy amancio lyrics
- close to home - vienna teng lyrics
- blue - sal fowler lyrics