
keno kache ele - ariyan mehedi lyrics
Loading...
চলে যদি তুমি যাবে
এতটা কেন কাছে এলে
অসহায় আমি কিছুই চাইনা
শুধু তোমাকে পেলে
চলে যদি তুমি যাবে
এতটা কেন কাছে এলে
কত দিন কত রাত
শত লেখা চিঠি তোমারই নামে
কত গাওয়া গান
কত কান্না তুমি দেখোনি একটি বার
কত দিন কত রাত
শত লেখা চিঠি তোমারই নামে
কত গাওয়া গান
কত কান্না তুমি দেখোনি একটি বার
আমি আল্লাহকে বিচার দেবো
শুধু তোমারই নামে
চলে যদি তুমি যাবে
এতটা কেন কাছে এলে
অসহায় আমি কিছুই চাইনা
শুধু তোমাকে পেলে
চলে যদি তুমি যাবে
এতটা কেন কাছে এলে
Random Song Lyrics :
- hustler - la fève lyrics
- lost u - kitz lyrics
- dakujem hejterom - durix lyrics
- say good bye - lisa halim lyrics
- razor2mywrist diss - griivr lyrics
- demain sera meilleur - elow'n lyrics
- dimension rise - ice kid (jpn) lyrics
- seven days of cryin' - the cavaliers (garage rock) lyrics
- damn babe - trapbunny lyrics
- party - jnrg lyrics