lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mitthe abege - ariyan mehedi lyrics

Loading...

মিথ্যে আবেগে আমি পুড়ে ছাই
তবুও তোমাকে আমি যে চাই
মেয়ে তুমি কেনো দূরে থাকো
আমকে একা রেখে

ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়
ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়

জানতাম ভুলে যাবে তুমি আমাকে
বুঝতাম না ফেলে যাবে এই মাঝ পঁথে
জানতাম ভুলে যাবে তুমি আমাকে
বুঝতাম না ফেলে যাবে এই মাঝ পঁথে

ভাবিনি কখনো, তুমি আমাকে
এভাবে ঠকাবে
বুঝিনি কখনো
তুমি আমকে ভুলেই যাবে

ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়
ভালোবাসা কি এমনই হয়
মনে পড়ে শুধু যে তোমায়

Random Song Lyrics :

Popular

Loading...