
paglami - ariyan mehedi lyrics
অসময় চলে গেলে আমাকে একা করে
কি ছিল আমার ভুল না বলে চলেই গেলে
অসময় চলে গেলে আমাকে একা করে
কি ছিল আমার ভুল না বলে চলেই গেলে
কেন তোমায় আমি খুঁজে বেড়াই ওই নীল আকাশের চাঁদের মাঝে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
কথা দিয়েছিলে আমায় তুমি কখনও ছেড়ে যাবে না
তবে কেন আমি এখনো তোমাকে ভুলতে পারি না
কথা দিয়েছিলে আমায় তুমি কখনও ছেড়ে যাবে না
তবে কেন আমি এখনো তোমাকে ভুলতে পারি না
তোমাকে পাওয়ার আসা আমি
ছেড়ে দিয়েছি অনেক আগে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
অসময় চলে গেলে
আমাকে একা করে
কি ছিল আমার ভুল
না বলে চলে গেলে
কেন তোমায় আমি খুঁজে বেড়াই ওই নীল আকাশের চাঁদের মাঝে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
Random Song Lyrics :
- action is greater than talk - grezzzo lyrics
- blast off - kelsy karter lyrics
- fleksibel askese - anders matthesen lyrics
- liar liar liar - st francis hotel lyrics
- world behind you - human zoo lyrics
- мой путь (my way) - madd frank lyrics
- you're nobody till somebody loves you (live) - bobby darin lyrics
- o.v.e.r. - dallas kennedy lyrics
- oh shit, frau schmidt - der wolf lyrics
- cutie pie - lime lyrics