
tania, pt. 2 - arko mukherjee lyrics
Loading...
জানি হারিয়ে যাবে জানি আমাদের এই গল্পটা
জানি ফুরিয়ে যাবে জানি সক্কলের ছেলেবেলা
তবু আক্রে ধরে রেখো তুমি তোমার যৌবন
যতোই বুড়িয়ে যাক চারপাশের জীবন
জানি কাল ভুলে আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া…
সময় থাকেনা থেমে একদিন ভুলে যেতে হয়
তাই হাতটাও আমাদের একদিন ঠিকি খুলে দিতে হয়
তবু ছাড়বো না আমরা হাত কিছুতেই মনের ভেতর
যতোই বদলে যাক চারপাশের এই শহর
জানি কাল ভুলে আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া
জানি হারিয়ে যাবে জানি আমাদের এই গল্পটা
জানি ফুরিয়ে যাবে জানি সক্কলের ছেলেবেলা
তবু আক্রে ধরে রেখো তুমি তোমার যৌবন
যতোই বুড়িয়ে যাক চারপাশের জীবন
জানি কাল ভুলে আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া…
Random Song Lyrics :
- trill and punk - 4revenge lyrics
- happy home - ramon revere lyrics
- it's so hard - the pretty things lyrics
- i need you to turn to - arik einstein - אריק איינשטיין lyrics
- vai vem - agir lyrics
- i'm black / ain't got no (medley) - galt macdermot lyrics
- no longer in range - 7ura lyrics
- upstairs - hivemind lyrics
- aula de matemática - sylvia telles lyrics
- loner - astroboy sid martian lyrics