
loke bole - arko lyrics
কি ঘর বানাইব আমি…
কি ঘর বানাইব আমি শূণ্যেরি মাঝার।।
লোকে বলে কে বলেরে
ঘর-বাড়ির বালা নাই আমার
লোকে বলে কে বলেরে
ঘর-বাড়ির বালাই নাই আমার
ভালা করি ঘর বানাইয়া
অরে ভালা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
অরে কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
লোকে বলে কে বলেরে
ঘর-বাড়ির বালাই নাই আমার
লোকে বলে কে বলেরে
ঘর-বাড়ির বালাই নাই আমার
আগে যদি জানত হাসন
আগে যদি জানত হাসন
বাঁচব কতদিন
অরে বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
অরে বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার
এই ভাবিয়া হাসন রাজা
এই ভাবিয়া হাসন রাজা
ঘর দুয়ার না বান্ধে
অরে ঘর দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
অরে কোথায় নিয়া রাখব আল্লায়
সেই ভাবিয়া কান্দে
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার
লোকে বলে রে বলে রে…
Random Song Lyrics :
- アップデート - miwa lyrics
- lätkäjätkä-ville - tuure boelius lyrics
- cutthroat - fluhkunxhkos lyrics
- done with love (feat. jacob luttrell) - zedd lyrics
- reckless - h.i.m. - her in mind lyrics
- meet the champ - kleenex girl wonder lyrics
- dark blooms - archaic dawn lyrics
- vainglory - rogue valley lyrics
- seu nome - byafra lyrics
- sideways - vic august lyrics