bhalobasha tarpor - arnob lyrics
[pre*chorus]
কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে
কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে
[chorus]
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ
[verse]
প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে সেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত
প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে সেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত
[chorus]
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ
[verse]
কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে
কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে
[chorus]
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ
Random Song Lyrics :
- cosas que pasan - cma, suob & delgao lyrics
- iaintboutnosneakdiss - gxwatts lyrics
- hunusan kepalan - rebelnation indo lyrics
- final torture - discovery through torment lyrics
- no one - dakota lyrics
- vampire - beyn lyrics
- devastated sxul - yxung plague lyrics
- agoraphobia - shiny nickel lyrics
- mrs. arnolfini - emily brown lyrics
- save us all - doni (rapper) lyrics