
mukhosher arale-মুখোশের আড়ালে - arnob lyrics
Loading...
ইট, কাঠ, পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে
বাঁধা ছিল মন কিছু স্বার্থের
মায়াজালে, মায়াজালে
কংক্রিট চার দেয়ালের
বেহিসেবি খেয়ালে
দেয়ালে, দেয়ালে
ইট, কাঠ, পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে
বাঁধা ছিল মন কিছু স্বার্থের
মায়াজালে, মায়াজালে
অচেনা পথের, প্রতি বাঁকে
হাজার মানুষ মিলে স্বপ্ন আঁকে
অচেনা পথের প্রতি বাঁকে
হাজার মানুষ মিলে স্বপ্ন আঁকে
বিশ্বাসে অন্যের হাতে
হাত রাখে
স্বপ্ন আঁকে
ইট, কাঠ, পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে
বাঁধা ছিল মন কিছু স্বার্থের
মায়াজালে
Random Song Lyrics :
- rashhenry.pas diss - boob ross lyrics
- overhead - the oaths lyrics
- elton john - 257ers lyrics
- club slut - album/edited version - hot action cop lyrics
- fake news - no malice lyrics
- can't take my eyes off you - re-recording - tina charles lyrics
- asparagus - trinidad james lyrics
- thatz work - munch ali lyrics
- fukwhattheysay - vaughn lyrics
- monday (demo version) - wilco lyrics