বর্ষার স্রোতোধারা - aroma's lyrics
Loading...
[verse]
ধোয়া ওঠা বর্ষাস্নাত নীরব সকাল;
রংহীন আকাশ এ তো ক্যানভাসে ম্লান
ঝরতে থাকা জলের ও সে অবশিষ্ট ওরা
জলাধারে অল্পপ্রাণ ঝলমলে তারা
ঝাপসা চোখের পাতায় ঝাপসা জীবন, এ কি শুধু ভ্রম?
[pre*chorus]
ঝমঝমে বর্ষায় ভিজে একাকার
হৃদয়ের আকাশে কালো মেঘের হাহাকার
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
[bridge]
জানি না কোথায় সব ব্যাথারা
একরাশ অনুভূতি জমাট বাধা
জানি শুধু আমার এই পৃথিবীটা একা
নিষ্ঠুর ভারি এই নিঃসঙ্গতা
[pre*chorus]
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
Random Song Lyrics :
- tylko ciebie chcę - dawid kwiatkowski lyrics
- sauce - qmonsta lyrics
- fuck me (prod.aj) - pope frosty lyrics
- cehennemin dibi - massaka lyrics
- afraid - kid tris lyrics
- enjoy in your life - ace edition girls lyrics
- la vida loca - oussama belhcen | أسامة بالحسن lyrics
- komorebi - pale lungs lyrics
- a parada é essa (ao vivo) - anitta lyrics
- tell me - lenny green lyrics